বারবিশায় দুর্গাপুজো কমিটি গুলিকে নিয়ে সভা করল পুলিশ

IMG-20250902-WA0146

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশায় দুর্গাপুজো কমিটি গুলিকে নিয়ে সভা করল কুমারগ্রাম থানার পুলিশ। বারবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায়, বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সরকার, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যরা। জানা গিয়েছে, কুমারগ্রাম থানার অন্তর্গত শতাধিক পুজো কমিটির কর্মকর্তারা এদিনের সভায় ছিলেন। দুর্গাপুজোতে কী কী সরকারি নিয়ম-নীতি রয়েছে, নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে কী কী ব্যবস্থা রাখতে হবে – এইসব নানা বিষয় নিয়ে সভায় বিশদে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।

About Author

Advertisement