বারবিশায় অনুষ্ঠিত রাজ্য স্তরের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জলপাইগুড়ি জেলা

IMG-20250905-WA0080

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বারবিশা হাইস্কুলে অনুষ্ঠিত ৬৯তম রাজ্য বিদ্যালয় ক্রীড়ার অনূর্ধ্ব-১৪, ১৭ ও ১৯ বালিকাদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হল জলপাইগুড়ি জেলা। প্রতিযোগিতার তিনটি বিভাগেই জলপাইগুড়ি জেলা দল চ্যাম্পিয়ন হয়। ফলে উল্লাসে মেতে উঠে জলপাইগুড়ি জেলার তিন দলের সদস্যরা। অনূর্ধ্ব-১৪ বিভাগের ফাইনালে মাঠে নামে জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগনা জেলা দল। ৯-২ গোলে জলপাইগুড়ি দল জয়লাভ করে। অনূর্ধ্ব-১৭ বিভাগের ফাইনালে মাঠে নামে জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলা। জলপাইগুড়ি জেলা দল ১৫-১ গোলে জয়ী হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিভাগের ফাইনাল ম্যাচে মাঠে নামে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা দল। ১৮-৬ গোলে জলপাইগুড়ি দল জয়লাভ করে। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল। বৃহস্পতিবার হ্যান্ডবল প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যরা। আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক কৌশিককুমার রায় বলেন, ‘সকলের সহযোগিতায় রাজ্য স্তরের হ্যান্ডবল প্রতিযোগিতা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই।’

About Author

Advertisement