বাংলা মাধ্যমকে জনপ্রিয় করে তুলতে ছাত্র-শিক্ষক, অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে: কমল কর্মকার

IMG-20250913-WA0102

শিলিগুড়ি: বাংলা মাধ্যম কে জনপ্রিয় করে তুলতে ছাত্র শিক্ষক অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে বলেন কমল কর্মকার। তিনি জানালেন বাংলা মাধ্যম স্কুল এর পড়াশোনা একেবারে শেষ হয়ে যাচ্ছে গেল গেল রব উঠেছে, এর জন্য দায়ী কে? আমরাই তো দায়ী। আমাদের ছেলেমেয়েদের আমরা ইংরেজি মাধ্যম এ ভর্তি করেছি, আমরাই তো শুরু করেছি। এর দায় আমাদের, এখন দেখা যাচ্ছে বাংলা স্কুল এ ছাত্র ছাত্রী আসছে না, এর কারন এদের মধ্যে অধিকাংশ এর বাবা মাই একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা। এদের পরিবার ঠিকমত ছেলেমেয়ে দের খাওয়াতেই পারে না, কিভাবে এদের কাছ থেকে অন্য কিছু আশা করা যাবে? কমল কর্মকার আরো জানান বাংলা মাধ্যম স্কুল এর শিক্ষক এবং শিক্ষিকারা যথেষ্ট দায়িত্ব নিয়ে পড়ান, একটা স্কুল এ সব কিছুর প্রয়োজন হয়। সেটা আমরা পাই কতটা? আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট চিন্তা করেন বাংলা স্কুল গুলির জন্য, কিন্তু সবকিছুর একটা জায়গা আছে। তবুও এখনো কিছুই শেষ হয় নি, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আবার বাংলা মাধ্যম স্কুল আগের জায়গায় ফিরে যাবে জানালেন কমল বাবু যিনি বর্তমানে শিলিগুড়িতে একটি উচ্চ মাধ্যমিক স্কুল এ সভাপতি পদে আছেন।

About Author

Advertisement