বাংলা ক্রিকেটের সিংহাসনে ফের মহারাজ

IMG-20250914-WA0169

ছয় বছর পরে ফের বঙ্গ ক্রিকেট মরসুমে সৌরভ রাজ। সিএবিতে কোনও বিরোধী নেই। দ্বিতীয়বার সিএবির মসনদে বসার মনোনয়ন পেশ করলেন। রবিবার বিকেলে সিএবি নির্বাচনের মনোনয়ন পত্র পেশের শেষদিন ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি, সচিব বাবলু কোলে, যুগ্মসচিব মদন মোহন ঘোষ, সহসভাপতি অনু দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সৌরভ তো বলেই দিলেন, ‘সিএবি তে কোনও বিরোধী নেই।’ আবার এটাও বললেন, ‘দেড় বছর ধরে নির্বাচন লড়েছি। বাঁকুড়া, বীরভূম একাধিক জেলায় গিয়েছি।’ মহারাজের এই পদক্ষেপেই সিএবি-তে ধোপে টিকল না বিরোধীপক্ষ। নিজে এলেন শুধু নয়, পছন্দের প্যানেল তৈরি করে বসলেন মসনদে।
সৌরভ বলেছেন, যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কোনও বিরোধী নেই। সকলে এই অ্যাসোসিয়েশনেরই অংশ। ১৪৬ জনই আমার কাছের লোক। সবাই মিলে এবার সিএবি চালাবে। আবারও মহারাজ তাঁর পুরনো সাম্রাজ্যে ফিরে এলেন।
তিনি যোগ করেছেন, “ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাছে নতুন কোনও চ্যালেঞ্জ নয়। ইতিপূর্বে, তিনি মোট 8 বছর ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলেছিলেন। এরমধ্যে পাঁচ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে। আর তিন বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। সৌরভের কথায়, “প্রশাসনিক দায়িত্বের এই তৃতীয় ইনিংসে নিজের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে চান।”

About Author

Advertisement