বাংলার মানুষের দায়িত্ব আমাদের কাঁধে।

SHAILA-4

অলংকার সহ ব্যাগ চুরি

জলপাইগুড়ি: দিনের বেলায় জনবহুল বাজারে  দোকান থেকে সোনা-রুপোর অলংকার সহ ব্যাগ চুরি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি হাটে।‌ প্রায় আড়াই লক্ষ টাকার অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে আসেন ব্যবসায়ী সুধীর রায়। প্রতিদিন দোকান বন্ধ করার সময় দোকানের অলংকার ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যান। সেরকম ভাবেই ব্যাগ নিয়ে দোকানে আসেন। দোকানের মধ্যে ব্যাগটি রেখে পাশেই গিয়েছিলেন জল আনতে। মিনিট তিনেক পরে ফিরে এসে দেখেন অলংকার সহ ব্যাগ গায়েব। দিনের বেলায় বাজারের মধ্যে এমন ঘটনায় হতবাক এলাকার ব্যবসায়ীরা। খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

About Author

Advertisement