বর্ষার বৃষ্টি এখনো সেভাবে হয়নি, আগেই গোটা এলাকা জলমগ্ন

1750424696633

মালদা: জলে থৈ থৈ গোটা এলাকা। গত বছর এই জলে ডুবেই মৃত্যু পর্যন্ত হয়েছিল এক শিশুর। তারপরও হাল ফেরেনি। বর্ষার বৃষ্টি এখনো সেভাবে হয়নি। তার আগেই গোটা এলাকা জলমগ্ন। জলমগ্ন এলাকার যাতায়াতের একমাত্র রাস্তা। মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনি এলাকার ঘটনা। আজ এই মর্মে গ্রামবাসীরা প্রতিবাদে সোচ্চার হন। প্রতিবাদ জানাতে সেই জলেই জাল ফেলে প্রতিকী মাছ ধরলেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় ১০ বছরের এই সমস্যা। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে। কিন্তু আজও হয়নি সমস্যার সমাধান। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অবশ্য এই সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন এই সমস্যার কথা তিনি বারবার জানিয়েছেন প্রধান থেকে শুরু করে ব্লক দপ্তরে। কিন্তু কাজ হয়নি।এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, পথসাথী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজ শুরু হবে তার অনুমোদন মিলেছে। খুব তাড়াতাড়ি টেন্ডার সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে। প্রতিশ্রুতি দেন তিনি।

About Author

Advertisement