বছর শেষেই স্বীকৃতি পাবে রাজ-সামান্থার প্রেম

IMG-20250702-WA0027

মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিন ধরেই পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত নিজেদের প্রেমে সিলমোহর দেননি তাঁরা। তবে এবার জানা যাচ্ছে, বছরের শেষেই নাকি নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে চলেছেন রাজ-সামান্থা।আগেই খবর ছিল মুদাসার আজিজের রোমান্টিক-কমেডি ঘরানার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এবার জানা যাচ্ছে, এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সারা আলি খানকে। জানা যাচ্ছে, চলতি বছর আগস্টেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি।নীতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’-এর প্রথম পর্বের শুটিং শেষ। আর সেই অন্তিম লগ্নেই বিদায়ী বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রণবীর কাপুর। এদিন সেটে উপস্থিত ছিলেন ‘সীতা’ সাই পল্লবী, ‘লক্ষ্মণ’ রবি দুবে-সহ টিমের অন্যান্য সদস্যরা। ক্যামেরাবন্দি হল তারকাদের আবেগঘন মুহূর্ত। তা এখন নিমেষে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

About Author

Advertisement