বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, প্রস্তুতি সুন্দরবনের দ্বীপ এলাকায়

IMG-20250526-WA0193

গঙ্গাসাগর: বঙ্গোপসাগরের উপর চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা।ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলংকা। তবে সরাসরি এই রাজ্যে ল্যান্ডফোল্ড করার কোন সম্ভাবনা এখনো পর্যন্ত নেই অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকা গুলিতে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত প্রশাসন দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকায় নদী বাঁধ দুর্বল রয়েছে দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে এমনকি শুকনো খাওয়ার মজবুত রাখার ব্যবস্থা করা হয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্ট গুলিকে নিয়ে মিটিং করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় আমরা প্রস্তুত ইতিমধ্যেই উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার বেশ কিছু ফ্লাট সেন্টার ও স্কুল গুলিকে চিহ্নিত করা হয়েছে। সেগুলিকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পানীয় জল এবং শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ইতিমধ্যেই সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে মানুষকে সতর্ক করছি। সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় প্রস্তুত সাগর ব্লক প্রশাসন। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় শক্তি আছরে পড়ার কথা রয়েছে গুজরাটের কচ্ছব ও পাকিস্তানের করাচিতে। বাংলা বিপদ মুক্ত হলেও ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি সেরে নিচ্ছে জেলা প্রশাসন।

About Author

Advertisement