ফ্রান্সের থেকে ২৬টি রাফাল কিনছে ভারত

IMG-20250428-WA0279

পহেলগাঁও হামলার ঘটনায় প্রত্যাঘাত-প্রস্তুতির আবহে ভারতীয় নৌসেনাকে শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। ফ্রান্সের থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। সেই ব্যাপারে সোমবার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সবমিলিয়ে ৬৩ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত। উল্লেখ্য, নৌসেনার দুই যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে আকাশে উড়বে এই ২৬টি রাফাল। ফলে আরও বেশি শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা। চুক্তি অনুযায়ী, ২২টি এক আসনবিশিষ্ট এবং ৪টি দুই আসনের প্রশিক্ষণ জেট কেনা হবে। ২০৩১ সালের মধ্যে সবক’টি রাফালের ডেলিভারি দেবে ফ্রান্স। পাশাপাশি, জেট বহরের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণও চুক্তির আওতায় রয়েছে।রাফাল-এম বিশ্বের সবচেয়ে উন্নত নৌ-যুদ্ধবিমান, যা শুধু এখন ফ্রান্সের কাছেই রয়েছে। এ বার তা ভারতও পেতে চলেছে। পহেলগাঁও কাণ্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েই চলেছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ইতিবাচক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞেরা।২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতে আনার চুক্তি হয়। সেইমতো রাফালের প্রথম ব্যাচটি এসে পৌঁছোয় ২০২০ সালের জুলাই মাসে। এ বার বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও ২৬টি যুদ্ধবিমান এলে জলপথ থেকেই আক্রমণ শানাতে পারবে ভারত। ক্যাটোবার প্রযুক্তি থাকায় বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই উড়ান কিংবা অবতরণ করতে পারবে রাফাল-এম। বায়ুসেনা রাফাল যুদ্ধবিমানগুলি বর্তমানে হরিয়ানার অম্বালা এবং আলিপুরদুয়ারের হাসিমারা— এই দুই ঘাঁটি থেকে পরিচালিত হয়।ভারতের ভাঁড়ারে এই মুহূর্তে যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে। পুরনো আমলের মিগ-২১ বিমানগুলি ধাপে ধাপে বাতিল হয়েছে। ভারতীয় বায়ুসেনার হাতে ৪২টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা। কিন্তু তা এখন ৩২-এ নেমে এসেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তবে নতুন চুক্তির ফলে সেই ঘাটতি মিটবে বলেই মনে করছেন অনেকে।রাফাল এম’কে বিশ্বের সবচেয়ে উন্নত মেরিন যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফালে যুদ্ধবিমান রয়েছে। তবে নতুন ২৬টি রাফালে’তে একাধিক ভারতীয় মিসাইল প্রযুক্তি থাকবে বলেই সূত্রের খবর। বিশেষজ্ঞরা বলছেন, নৌবাহিনীর জন্য এই মুহূর্তে রাফাল এম-জেট বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। বর্তমানে শুধু ফ্রান্সের নৌবাহিনীই এই জেট ব্যবহার করে। এতে রয়েছে সাফরন গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার। সঙ্গে ফোল্ডিং উইংস, শক্তিশালী আন্ডারকারেজ, ডেক ল্যান্ডিং ও টেলহুকের মতো অতি আধুনিক সব ফিচার। উত্তাল সমুদ্রে ল্যান্ডিংয়ের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়।
জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে রাফাল এম-জেট মোতায়েন হবে। এখন মিগ-২৯ রয়েছে। সেগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সেনার। রাফাল এম-জেট হাতে এলে ভারত মহাসাগরে সেনার শক্তি আরও বাড়বে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর নিয়মিতভাবে যুদ্ধের মহড়া করছে ভারতের তিন বাহিনী। সীমান্তে মিসাইল ছুড়ে নিজেদের প্রস্তুত রেখেছে নৌসেনাও। তার মধ্যেই রাফাল কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ভারত।

About Author

Advertisement