ফের অশান্ত ভাঙড়, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর

IMG-20250419-WA0250

ফের অশান্ত ভাঙড়। সেখানকার চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে। গত সোমবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আইএসএফ-এর মিছিল আটকানোয় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছিল। শোনপুরে একেরপর এক পুলিশের গাড়ি ভাঙচুর করে, বাইক জ্বালিয়ে দেওয়া হয়। আহত হন পুলিশ কর্মীরাও। এই ঘটনার প্রতিবাদে রোববার শোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। তার আগেই ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে নতুন করে তৈরি হল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ।
এদিকে কলকাতা পুলিশের অধীনে আগেই এসেছে ভাঙড়। তবে এখনও সেখানে পর্যাপ্ত বাহিনী নেই। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন থেকে বাহিনী আসতে দেরি হয়। বাহিনী না-থাকায়, কিছুদিন আগেই ভাঙড়ে অশান্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ভবিষ্যতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নওসাদ সিদ্দিকির বিধানসভা কেন্দ্রে ব্যারাকের পাশাপাশি কলকাতা পুলিশের অতিরিক্ত মহিলা বাহিনীও মোতায়েনের কথাও ভেবেছে লালবাজার। এই মর্মে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য র্যাফের ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

About Author

Advertisement