ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে

IMG-20250624-WA0060

কোচবিহার: ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ইলেকট্রনিক্সের দোকানে। রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এনএন রোডের একটি ইলেকট্রনিক্সের দোকানে হঠাৎ আগুন লাগে। এর আগেও কোচবিহারের অন্যতম প্রাচীন এই ভবানীগঞ্জ বাজারে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি বাজারটির অনেক জায়গায় বেহাল হয়ে পড়ে। বাজার থেকে সংস্কারে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। এদিকে এদিন বাজারে একটি ইলেকট্রিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান, দোকানটির তিনতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। রাত হওয়ায় বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যায় কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কোচবিহার জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ সহ অনেকেই। স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান। তবে দোকানের ভিতরে থাকা বহু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি পরিমান কতটা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

About Author

Advertisement