পুরানো ইঞ্জিন পরিবর্তন হচ্ছে ট্রয়ট্রেনের

IMG-20251125-WA0105

শিলিগুড়ি: অনেক দিন থেকেই কথা চলছিল ইঞ্জিন পরিবর্তন করা হবে। এবারে তার বাস্তবায়ন হলো। এবার পরিবর্তন করা হবে ট্রয় ট্রেন এর। একেবারে পরিবর্তন করে দেওয়া হবে ট্রয় ট্রেন কে। দার্জিলিং ট্যুরিজম এর তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কিভাবে পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে চল যায়। পর্যটন শিল্প যাতে আরো অনেক এগিয়ে যায় সেটাই এখন দেখবার। তাই সবকিছু পরিবর্তন করে একেবারে আধুনিক পদ্ধতিতে তৈরী হচ্ছে ট্রয় ট্রেন এর নতুন মডেল। এতে এক দিকে যেমন দ্রুত যাতায়াত করা যাবে তেমনি আরো আকর্ষণীয় হয়ে উঠবে ট্রয় ট্রেন চলাচল। যেটা পর্যটন এর মান বাড়াতে প্রচন্ড সহায়ক হবে।  পর্যটন শিল্প শুধুমাত্র দার্জিলিং এর নয় গোটা বাংলার কাছে একটা অন্য উপাদান। এবার একেবারে সব কিছুর পরিবর্তন করে আরো বাণিজ্যিক দিক থেকে লাভবান হতে চাইছেন হিল ট্যুরিজম এর আধিকারিক এরা। এখন সময় বলে দেবে। ট্রয় ট্রেন ইউরোপ এর মানুষের কাছে প্রচন্ড ভাবে জনপ্রিয়। আরো আধুনিক হলে বাণিজ্যিক দিক থেকে আরো লাভবান হবে দার্জিলিং মনে করছেন অনেকে।

About Author

Advertisement