পুজোর মুখে ধূপগুড়ি ট্রাফিকের তৎপরতা

Screenshot_20250916_170141_Facebook

বানারহাট:  দুর্গাপূজা দরজায় কড়া নাড়ছে। তার আগেই দুর্ঘটনা এড়াতে কড়া নজরদারিতে নামল ধূপগুড়ি ট্রাফিক গার্ড। সোমবার রাতে এশিয়ান হাইওয়ের নাকা চেকপয়েন্টে একাধিক বাইক আরোহীকে থামিয়ে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা চালায় ট্রাফিক পুলিশ। ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা এবং ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশকর্তারা এদিন অভিযান পরিচালনা করেন। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়।ধূপগুড়ি থানার ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা এবং ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশকর্তারা এদিন অভিযান পরিচালনা করেন। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়। ট্রাফিক সূত্রে জানা গেছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুর্ঘটনা রুখতে আগে থেকেই প্রচার সেরে ফেলা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার এই ধরনের অভিযান চলবে।

About Author

Advertisement