পিএসভিকে ৭ গোলে বিধ্বস্ত করে নতুন রেকর্ড আর্সেনালের

IMG-20250305-WA0308

চ্যাম্পিয়নস লিগে দেড় যুগ আগে যে দলের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল ১৮ বছর পর সেই পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল উৎসব করেছে আর্সেনাল। তাদেরই মাঠে পিএসভিকে রীতিমতো বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আরতেতার দল। পিএসভির মাঠ ফিলিপস স্টেডিয়নে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে তারা। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে ৭ গোলের ঘটনা এটিই প্রথম। চোটের কারণে দলে ছিলেন না বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। তাদের অনুপস্থিতে দেড় যুগ আগের পুনরাবৃত্তির শঙ্কায় একই মাঠে নেমেছিল মিকেল আর্তেতার দল। তার ওপর ছিল প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা। তবে এইসব হতাশা পেছনে ফেলে ১৮ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। আর ৩১ মিনিটে স্কোরলাইন ৩-০ হয় মিকেল মেরিনোর সৌজন্যে। ৪৩তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান পিএসভি। আর্সেনালের টমাস পার্টি বক্সে পিএসভির লুক ডি ইয়ংকে ফেলে দেওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং। ৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে নামা আর্সেনাল ৪৭তম মিনিটে মার্টিন ওডেগার্ড ও পরের মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে বড় জয়ের পথে এগিয়ে যায়। ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওডেগোর্ড। আর ৮৫তম মিনিটে পিএসভির কফিনে সপ্তম পেরেক ঠুকে দেন কালাফিওরি।

About Author

Advertisement