পার্থ-র জামিনের বিরোধিতা করে ফের আদালতে সওয়াল সিবিআই-এর

IMG-20250611-WA0057

এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া উচিত নয়, ফের আদালতে বিস্তারিতভাবে তা জানাল সিবিআই। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়,পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই মূল মাথা। এদিন কেন্দ্রীয় তদন্ততকারী সংস্থার তরফে বুধবার আদালতে লিখিতভাবে পার্থর জামিনের বিরোধিতা করা হয়। ফলে ফের আদালতে বিপাকের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সিবিআইয়ের লিখিত বয়ানের জবাবে পাল্টা জবাবি বয়ান জমা দেবেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। তবে কোনও ভাবেই জামিন যেন মিলতেই চাইছে না পার্থর। বারবার জামিনের আবেদন করলেও কোনও না কোনও কারণে শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলা। অন্যদিকে, এর পাল্টা জবাব দিতে চায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আর এই পাল্টা জবাব দেওয়ার জন্য এদিন পার্থর আইনজীবীর তরফে আদালতের কাছে সময় চাওয়া হয়। বিচারপতি শুভ্রা ঘোষ তা মঞ্জুর করেছেন। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।

About Author

Advertisement