পাক লাগোয়া বায়ুসেনা ঘাঁটির সামনেই বুক চিতিয়ে দাঁড়ালেন মোদী

IMG-20250513-WA0278

মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আকাশ রক্ষকদের সঙ্গে দেখা করলেন। মঙ্গলবার, শুধু সফরই নয়, কোথা কোথা দিয়ে হামলা চালানো চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, জওয়ানদের সাহসিকতার জন্যও প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর কথায়, ‘অপারেশন সিঁদুরের মাধ্যমে খতম হয়েছে শতাধিক জঙ্গি। তিন দিনেই শেষ হয়েছে পাকিস্তান। শেষ হয়েছে তাদের জঙ্গি ঘাঁটিগুলি।’
এদিন প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বায়ুসেনা ঘাঁটিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘাঁটির অভ্যন্তরে তিনি বায়ুসেনার বিভিন্ন ইউনিটের সদস্য ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন, তাঁদের মনোবল বৃদ্ধিতে নানা বার্তা দেন। পাকিস্তানে মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় সেনাবাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে।
তিনি বলেন, ‘‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ (পরমাণু হুমকি) ভারত সহ্য করবে না।’’

About Author

Advertisement