পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা মুখ্যমন্ত্রীর

IMG-20250423-WA0253

বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। ওই হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন। তাঁকেই দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে বাইরে বেরিয়ে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘‘আমরা গোটা ঘটনার নিন্দা জানাচ্ছি। আজ মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। কী হয়েছে, না-হয়েছে পরে দেখব। জঙ্গিদের কোনও জাত-ধর্ম হয় না। এরা একটা ক্লাস (শ্রেণি)। এদের ক্ষমাও করা য়ায় না।’’
একইসঙ্গে তিনি বলেন, “কিন্তু আমি ভেবে পাচ্ছি না, এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ…!”
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই, যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হোক। জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করার প্রশ্নই ওঠে না।’
তাঁর কথায়, ‘এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ। যাই হোক, এই সব বাছাবাছি নিয়ে এখন কিছু বলছি না। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি হোক।’
তিনি বলেন, ‘‘পুরুলিয়ার বাসিন্দার দেহ আসবে রাঁচী দিয়ে। বাকি দু’জনের দেহ আসবে কলকাতায়। সাড়ে ৮টার আগেই পৌঁছে যাওয়ার কথা। দিল্লি থেকে (দুপুর) ২টো নাগাদ বিমানে তোলা হয়েছিল। অরূপ রায়, ফিরহাদ হাকিমেরা থাকবে। ওদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। শুধু পুরুলিয়ার বাসিন্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেটা হয়ে ওঠেনি।’’

About Author

Advertisement