পরিচালকের গাড়িচাপা কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন রূপাঞ্জনা

IMG-20250408-WA0282

নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। এবার এই ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন এই একটি ঘটনা থেকে সার্বিকভাবে বাংলা ছবির জগতের শিল্পীদের মাপা উচিত নয়। একইসঙ্গে বিরোধিতা করলেন এই ঘটনায় জড়িত সন্দেহে আটক যে মহিলার ভিডিও ভাইরাল হয়েছে, তারও। ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, “আমাদের ইন্ডাস্ট্রি এরকম নয়| যারা নিজেদের সম্মান রাখতে পরেনা…মদ্যপান করে হুশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে ভাবে পার পেয়ে যাবে তাদের কি হাল করে সাধারণ মানুষ তা তো নিজের চোখে ভিডিওতেই দেখলাম, তবে এটাও দেখলাম কত মানুষ একটি মেয়েকে পন্য বানিয়ে দিলো….কার দোষ সেটা ওপরওয়ালা বিচার করবেন আর আদালত তবে ভিডিও গুলো যে হারে কনটেন্ট এর মতো ভাইরাল হচ্ছে সেটাও কি খুব দরকার।

About Author

Advertisement