পদপিষ্টকাণ্ডের জন্য দায়ী কোহলির ভিডিয়ো! হাই কোর্টে বলল কর্নাটক সরকার

VIRAT-KOHLI-IPL-2025

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি জয়ের অনুষ্ঠানে শামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। সেই ঘটনার নেপথ্যে বিরাট কোহলির একটি ভিডিয়োকেই দায়ী করল কর্নাটক সরকার। হাই কোর্টে তাদের যুক্তি, কোহলির ওই ভিডিয়োর কারণে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। পাশাপাশি, পুলিশ আধিকারিকেরা আরসিবি-র ভৃত্যের মতো কাজ করেছেন বলে যুক্তি দিয়েছে তারা। ওই ঘটনার পর আইপিএস বিকাশ কুমারকে নিলম্বিত করেছিল কর্নাটক সরকার। তা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)। তার বিরোধিতা করেছে কর্নাটক সরকার। অ্যাডভোকেট জেনারেল পিএস রাজাগোপালের যুক্তি, পুলিশ সে দিন আরসিবি-র ভৃত্যের মতো আচরণ করেছিল। কে অনুমতি দিয়েছে তা না জেনেই নিরাপত্তার বন্দোবস্ত করা শুরু হয়েছিল। এই কাজে জড়িত ছিলেন কমিশনারও। রাজাগোপালের যুক্তি, সরকার যে অনুমতি তখনও দেয়নি, এটা ভুলেই গিয়েছিলেন পুলিশ আধিকারিকেরা। পুলিশের গাফিলতির কথা তুলে ধরা হয়েছে সরকারের যুক্তিতে। অ্যাডভোকেট জেনারেলের দাবি, মানুষকে সচেতন করার ন্যূনতম প্রয়াসটুকুও দেখানো হয়নি।

About Author

Advertisement