নিয়োগ নীতিতে মমতাকে আক্রমণ বাম-কংগ্রেসের

IMG-20250407-WA0267

চাকরি বাতিল ইস্যুতে শাসক-বিরোধী চাপানউতোরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। এই প্রেক্ষাপটেই চাকরিহারাদের সঙ্গে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁদের উদ্দেশে মমতার বার্তা, যোগ্য কারও চাকরি যাবে না। তাঁর সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে। রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে। ঘটনাচক্রে, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হওয়ার কিছু ক্ষণ পরেই জানা গেল, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়েছে। তাদের আর্জি, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরি থাকবে যোগ্যদের
সেই বৈঠকে চাকরিহারাদের আশ্বাসও দেন তিনি। তবে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করেছেন বিরোধীরা। চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী আজ বলেছেন, উনি কিছু জানতেন না। এ দিকে, এই মুখ্যমন্ত্রী সব জেলায় প্রশাসনিক সভায় বলতেন, সব খবর তাঁর কাছে সরাসরি আসে। ওঁর দলের মুখপাত্রও তো বলেছেন, দলের কাছে খবর ছিল টাকা তোলা হয়েছে।’’ একইসঙ্গে চাকরি বাতিলের দায় মুখ্যমন্ত্রীর ঘাড়েই চাপিয়েছে সিপিএম। মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রীই বলতেন ২৯৪ কেন্দ্রে উনিই প্রার্থী। অতএব বেহালা পশ্চিমে উনিই প্রার্থী ছিলেন। অতএব যাহা পার্থ চট্টোপাধ্যায়, তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জানি না বলে সাধু সাজলে হবে না।’’ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচও বলেন, ‘‘আমরা চাই যোগ্যরা চাকরি পান। স্থিতাবস্থা বজায় থাক। কিন্তু মুখ্যমন্ত্রী আজ যা বললেন, তাতে উনি সব কিছু গুলিয়ে দিতে চাইছেন। যোগ্য-অযোগ্য সব মিলিয়ে দিতে চাইছেন। উনি যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন, সেটা ঠিক আছে। কিন্তু বলছেন অযোগ্যদেরও চাকরি দেব। তার মানে কি উনি দুর্নীতিকে আরও প্রশ্রয় দিতে চাইছেন? এ ভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করছেন।’’ সব মিলিয়ে চাকরি বাতিল ইস্যুতে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর।

About Author

Advertisement