নিজের জমি ফিরে না পাওয়ায় আদালত চত্বরে আত্মহত্যার চেষ্টা

14-14

দিনহাটা: কোর্টের রায় পেয়েও নিজের জমি ফিরে না পাওয়ায় আদালত চত্বরে আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি। বৃহস্পতিবার দিনহাটা আদালত চত্বরে নোবার হোসেন নামে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। জানা গিয়েছে, সিতাইয়ের কেশরীবাড়ি এলাকার বাসিন্দার জমি দীর্ঘ দিন ধরে প্রতিবেশী দখল করে রেখেছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি দিনহাটা মহকুমা আদালতের দ্বারস্থ হয়। এরপর দীর্ঘ দিন ধরে মামলা চলার পর ওই ব্যক্তি মামলায় জয় লাভ করে তারপরেও তার জমি প্রতিবেশীরা দখল করে বলে অভিযোগ। এই অবস্থায় রায়ের পরেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এদিন আদালত চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আদালত চত্বরে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালের বেডে শুয়ে ওই ব্যক্তি বলেন, আমার জমি দখল করেছে প্রতিবেশী এক ব্যক্তি। আদালতের দ্বারস্থ হয়েছি। রায় পাওয়ার পর আমি নিয়ে এসে মাপতে গেলে মাপতে পর্যন্ত দেওয়া হয় না। এই অবস্থায় আমি একা লোক কি করব। কুড়ি বছরেরও বেশি সময় ধরে এই সমস্যা চলছে। পুলিশে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। আইনজীবী শুভম সাহা বলেন, উনি দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে সমস্যায় রয়েছে। এটা নিয়ে একটি কোর্টে মামলা হয়। সেই মামলায় উনি রায় পেলেও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আবার জমি দখল করে নেয়। বেশ কয়েক বছর ধরে এই মামলা চলছিল। এদিন ওই ব্যক্তি আদালত চত্বরে এসেই এই ঘটনা ঘটায় বিষয়টি আমি জানতে পেরেই ছুটে যাই।

About Author

Advertisement