নিজের অফিসে বৃষ্টির মধ্য পরিষেবা দিচ্ছেন বিধায়ক শংকর ঘোষ

IMG-20250813-WA0128

বৃষ্টির মধ্য মানুষকে পরিষেবা দিচ্ছেন শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ। জানালেন আমি শিলিগুড়িতে খুব কম থাকি , যখন থাকি তখন তো জরুরী মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। মানুষের আমার কাছ থেকে অনেক চাওয়া-পাওয়া আছে। মানুষ আশা ও করে আমার কাছে। তাই যখনই সময় পাই শিলিগুড়িতে থাকলে চেষ্টা করি, অফিসে এসে বসার। অফিসে বসলে মানুষ আসে। সকাল বিকাল দুবেলাই আছে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ আসে। আর চেষ্টা করে তার সমাধান করার। এই বৃষ্টির মধ্যেও যখন মানুষ আসছেন, তখন তো সমস্যা আছে বলতেই হবে। কাজে যে কটা দিন এখানে আছি চেষ্টা করব সমাধান করার। এটাই তো প্রয়োজন জানালেন বিধায়ক সংকর ঘোষ।

About Author

Advertisement