নাগরাকাটায় জংলি হাতির প্রাণ বাঁচালেন লোকো পাইলট

IMG-20250829-WA0101

নাগরাকাটা: গতকাল গভীর রাতে নাগরা কাটায় জংলি হাতির প্রাণ বাঁচালেন এক লোকও পাইলট। নাগরাকাটা থেকে ওই ট্রেনটি শিলিগুড়ি থেকে আসছিল। ওই ডেমো ট্রেনটিতে ড্রাইভার গার্ড ছাড়াও ছিলেন লোকো পাইলট। ওই লোকো পাইলটই প্রথম দেখতে পান ওই জংলি হাতিটি রেললাইন পার করছে, খুব আস্তে আস্তে, ট্রেনটি দূরে থাকায় তিনি ডাইভারকে এই খবরটা দেন। গার্ড মারফত খবরটা পেয়ে ড্রাইভার অনেক দূরেই থামিয়ে দেন ট্রেনটিকে। ট্রেনটি থেমে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরে ওই জংলি হাতিটি রেললাইন পার করে জঙ্গলের দিকে চলে যায়, খুব সম্ভবত তীব্র আলোর কারণে ওই হাতিটি বুঝতে পারছিল না কোন দিকে যাবে। ড্রাইভার বুদ্ধি করে আলো নিভিয়ে যাওয়ার পরে, হাতিটি রেললাইন পার করে জঙ্গলের দিকে চলে যায়।

About Author

Advertisement