দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গঠিত হলো 

IMG-20250803-WA0153

শিলিগুড়ি: অনেকদিন ধরেই  আনাচে-কানাচে শোনা যাচ্ছিল, এবারে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি গঠিত হলো। ৯ জনের কমিটিতে  চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল ছাড়াও আছেন আরো নজন। তবে চমক শো ভা সুব্বা। অনেকেই প্রশ্ন করছেন  এত জন থাকতে কেন তিনি? উত্তরটা দিতে পারেন হয়তো তৃণমূল কংগ্রেস কলকাতা থেকেই। এই কোর কমিটিকে ঘিরে অসন্তোষ হতে পারে কি হতে পারে না একেবারেই পরের কথা, কিন্তু অভিজ্ঞ কজন  থাকতে কেন তিনি এই প্রশ্নটাই ঘুরতে সবার মুখে মুখে, কাজ হবে কি করে ? এই কমিটি কতদূর  এগিয়ে যাবে সেটা এখন সময়ই বলে দেবে। গৌতম দেব রঞ্জন সরকার এবং পাপিয়া ঘোষ শিলিগুড়িতে বড় মুখ। তারপরেও কজন ছিলেন, কিন্তু সবাইকে ছাপিয়ে অনেকের মুখই হয়তো আগামী দিনে সবই করতে পারে। তবে সেটা সময় বলবে।

About Author

Advertisement