তৃতীয় বর্ষে বিধান নগর গোল্ডকাপ

IMG-20250608-WA0272

শুরু হচ্ছে তৃণমূলের বিধায়ক সুজিত বসু আয়োজিত বিধান নগর গোল্ডকাপ। তৃতীয় বর্ষের এই বিধান নগর গোল্ডকাপ চলবে ১৪ই জুন পর্যন্ত। মোট ২৪টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। ‌শুক্রবার এক অনুষ্ঠানের শেষে প্রত্যেকটা দলের হাতে জার্সি ও ফুটবল কিট তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরি, বিকাশ পাঁজি এবং সুমিত মুখোপাধ্যায়ের মতো স্বনামধন্য প্রাক্তন ফুটবলাররা। সুজিত বসু এদিন জানিয়েছেন ৫ লক্ষ টাকা ভাবে বিজয়ী দল, রানার্স অফ বলের হাতে তুলে দেয়া হবে তিন লক্ষ টাকা। এসে দেখ তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল পাবে এক লক্ষ টাকা করে। বিকাশ পাঁজি জানিয়েছেন সুজিত বসু তাঁর খুব কাছের। তাই তাঁর ডাক কখনও উপেক্ষা করতে পারেননা তিনি। এই বছরের বিধান নগর গোল্ডকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

About Author

Advertisement