তৃণমূল কংগ্রেসের এক বিশাল মিছিল

IMG-20250518-WA0229

আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে তৃণমূল কংগ্রেসের এক বিশাল মিছিল বের হলো। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, পাপিয়া ঘোষ সহজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব। এদিন মেয়র গৌতম দেব জানালেন হরিদ্রা দেশের জন্য প্রাণ দিলেন। এটাই আমাদের কাছে অনেক বড় কথা। আজ আমাদের দেশ গর্বিত এইসব সৈনিকদের নিয়ে চলতে পেরে। ভারত যে জবাব দিতে জানে সেটাও প্রমাণিত আজকে। আজকে আমাদের সৈনিকরা আমাদের মান সম্মান উপরে তুলে দিয়েছে। যার জন্য আমাদের গর্ভে বুক ফেটে যাচ্ছে। আমরা শহীদদের সম্মান করি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি আমাদের ভারত ১৫০ কোটি দেশের গর্বিত নাগরিক। আজকে আমরা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পেরে গর্বিত এবং তার জন্য পুরো কৃতিত্ব আমাদের সৈনিকদের। এদের মিছিলটি শেষ হয় এয়ার ভিউ মোড়ে।

About Author

Advertisement