তৃণমূলে যোগ দিয়ে ডুয়ার্সে ফিরলেন জন বারলা

IMG-20250517-WA0219

তৃণমূলে যোগ দিয়ে শনিবারই ডুয়ার্সে ফেরেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাকে স্বাগত জানালেন তৃণমূল নেতাকর্মীরা। এদিন ডুয়ার্সে ফিরে জন বাংলা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শের মাধ্যমে এবং তার কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। বিজেপি এবং সিপিএম কার নামে যতই ইচ্ছা করুক কুৎসা চলাতে পারবে না। সামনের বছর বিধানসভা নির্বাচন আরে নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস বাংলার মা মাটি মানুষের সরকার। যারা মানুষের জন্য ভাবে মানুষের জন্য চিন্তা করে। তাই আজকে এই তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে এত কিছু দিতে পারছে। তাই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে এসেছি। দল আমাকে যা দায়িত্ব দেবে , এবং মুখ্যমন্ত্রীর যা নির্দেশ দেবে আমি তাই করবো। ডুয়ার্সে ফিরে জন বাড়লাকে অভিনন্দন জানান এবং সম্বর্ধনা প্রদান করেন তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা। জনবারলা হাসিমুখ তাদের অভিনন্দন গ্রহণ করেন।

About Author

Advertisement