তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল

Delhi-6

নয়াদিল্লি: ধসে গেল আস্ত বহুতল। সাতসকালে জীবন-মৃত্যুর মাঝে এক অনিশ্চয়তায় আটকা পড়ল কত গুলো প্রাণ। উদ্ধারকাজ চলছে। ঘটনা দিল্লির সীলামপুর এলাকার। সেখানে শনিবার সকাল ৭টা ৫মিনিট নাগাদ হঠাৎ করেই ভেঙে পড়ে বহুতলটি। তড়িঘড়়ি ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই চার জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করে এনেছেন উদ্ধারকারীরা। তবে এখনও পর্যন্ত অনেকেই সেই ভেঙে পড়া বহুতলের নীচে আটকে রয়েছে বলেই অনুমান।
এক বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘সকাল সাতটার দিকে বহুতল ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে বাহিনীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এখনও উদ্ধারকাজ চলছে। পুলিশ-দমকলের কর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছেন। দমকলের মোট সাতটি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়েছে। স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য করছে।’ তবে ঠিক কীভাবে বা কী কারণে এই বহুতল ধসে পড়ার ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি। গতকাল অর্থাৎ শুক্রবারও দিল্লির মিঠাইপুল এলাকার সর্দার বাজারে একই কায়দায় ভেঙে পড়েছে তিন দোকান-সহ বাড়ি। প্রাথমিক ভাবে জানা যায়, মেট্রোর কাজ চলার কারণে নড়ে যায় সেই দোকান-বাড়িগুলির ভিত। তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেগুলি। মৃত্যুর হয় এক ব্যক্তির। নিহতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

About Author

Advertisement