ঢোলা থানা এলাকায় নদী থেকে উদ্ধার দেহ

IMG-20241013-WA0207

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার সুভাষ নগরের বাসিন্দা ৬০বছরের অশোক দাসের দেহ উদ্ধার হলো ঢোলা থানার গুন্ডা কাটা ফেরিঘাট সংলগ্ন নদী থেকে। গত শুক্রবার কাকদ্বীপ হাসপাতালের কাছে তার দোকান বন্ধ করে মদ্যপ অবস্থায় বাড়িতে যান তিনি। মদ্যপ অবস্থায় দেখে পরিবারের সদস্যদের সঙ্গে তার অশান্তি হয়। তারপর শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কালনাগিনী নদীর উপর রেললাইনের ব্রিজ ধরে হাঁটছিলেন। সেই সময় ট্রেন আসতে দেখে গোবদিয়া নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় এক ব্যক্তি তাকে ঝাঁপ দিতে দেখেছিলো। পরিবারের পক্ষ থেকে বহু খোঁজাখুঁজির পর কাকদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ২৩ তারিখ শনিবার। সোমবার ঢোলা থানার অন্তর্গত গুন্ডাকাটা ফেরিঘাটের কাছে মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর যায় ঢোলাহাট থানায়। এই খবর যায় অশোক বাবুর পরিবারে। বাড়ির লোকেরা ঘটনাস্থলে চলে আসেন। দেখতে পান তাদেরই নিখোঁজ হওয়া অশোক বাবু। মৃতদেহ উদ্ধার করে ঢোলা থানার পুলিশ।পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

About Author

Advertisement