ডাক্তারী পড়ুয়াদের উপরে হামলার প্রতিবাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

IMG-20250318-WA0232

শিলিগুড়ি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এ ডাক্তারি পড়ুয়াদের উপরে হামলার প্রতিবাদ আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের। আজ তারা মিলিতভাবে অধ্যাপকদের সামনে গিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান। তারা জানিয়েছেন এখানকার পড়ুয়ারা যথেষ্ট পরিমাণে প্রতিভাবান। তাদের বাবা মায়েরা যথেষ্ট কষ্ট করে তাদের পড়তে পাঠায় , যথেষ্ট কষ্ট সহ্য করেন তারা। তাদের একটাই স্বপ্ন থাকে তাদের সন্তানেরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। হঠাৎ করে কেন তাদের উপর এইভাবে আক্রমণ করা হলো সামান্য একটা ক্রিকেট ম্যাচ কে নিয়ে এটা যথেষ্ট চিন্তার বিষয়। তারা দাবি করেছেন যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি দিতে হবে। না হলে তারা আরো বড় আন্দোলনে নামবেন। বিশ্ববিদ্যালয় তরফ থেকে তাদের ব্যাপারটি গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়।

About Author

Advertisement