টেটের তথ্য ফাঁস, জ্ন্ম দিল নয়া বিতর্কের

1073414-fraudsters

কলকাতা: টেটের তথ্য ফাঁস। এমনিতেই পরীক্ষা, ইন্টারভিউ, তার ফলপ্রকাশ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থীদের অভিযোগের অন্ত নেই। প্রতিবাদে বারবার রাজপথে নামতেও দেখা গেছে তাঁদের। এরই মধ্যে মাথা চাড়া দিল নতুন এই বিতর্ক।আর তা নিয়ে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে পর্ষদের তরফে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্তও। খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার নেপথ্যে পর্ষদের অন্দরের কারও হাত রয়েচে কি না তাও। প্রাথমিক পর্ষদ সূত্রে খবর, সচিব পর্যায়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। সূত্রে খবর, ২০২২ সালের ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থীর ফল একটি ভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হয়ে গিয়েছে। কেবল তাই নয়, সেখান থেকে আবার সার্টিফিকেট ডাউনলোড করারও অপশন দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, তাও সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি এও জানা যাচ্ছে, কেবল প্রাথমিকের ফলই নয়, এই ওয়েবসাইট থেকে আরও একাধিক পরিষেবা পাওয়া যায়। ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। অথচ সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনও তথ্য সরকারি ভাবে দেওয়া হয়নি। আর তা নিয়ে শুরু এই বিতর্কের। এই ঘটনায় অনেকেরই ধারনা, এর পিছনে রয়েছে বড় কোনও রহস্য। সঙ্গে এও জানা যাচ্ছে, হাইকোর্টেই এই বিষয়টি উত্থাপিত করা হবে। যদিও, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে এই ঘটনা সম্পর্কে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘এটা সত্য কি না আমায় দেখতে হবে। আমি দেখে নিচ্ছি। আগে সার্চ করে নিন। এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেব। আমাদের ওয়েবসাইট থেকে এমনটা সম্ভব নয়।

About Author

Advertisement