ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ি, উদ্ধার কাজে সেনাবাহিনী

IMG-20250428-WA0222

শিলিগুড়ি: গতকাল ঝড়ে ময়নাগুড়ির বেশ কিছু জায়গা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু গাছ উপরে পড়ে যায়, গাছগুলি রাস্তার উপরে থাকায় রাস্তার উপরে গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে অনেকটাই। গতকাল গভীর রাত থেকে ময়নাগুড়ি এবং তার বিস্তীর্ণ এলাকা জুড়ে কালবৈশাখীর দাপট দেখতে পাওয়া যায়। মাঝ রাতে চলে যায় লাইট ফলে রাত্রেবেলা উদ্ধারকার্য করা এই ঝড়ের মধ্যে সম্ভব হয়নি উদ্ধারকারীদের। ঝড়ে ছিড়ে পড়ে যায় প্রচুর তার, উড়ে যায় চাল সব চাল গিয়ে পরে মাঠের উপরে। মাঝ রাতে ঝড় হওয়ায় সেইভাবে কোন আহত হবার খবর না থাকলেও, ব্যাপক ধরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি শহর। ঝড়ের হাওয়ায় উড়ে গেছে দোকানের চাল , ফলে প্রচুর জিনিসপত্র নষ্ট হয়েছে বলে খবর পাওয়া গেছে। কত বড় ঝড়ে বিপর্যস্ত হয়েছিল গোটা ময়নাগুড়ি শহর। যার ব্যতিক্রম এবারেও হলো না। ঝড়ের জন্য রাজ্য সরকার গত বছর সাহায্য করেছিল ময়নাগুড়িকে মুখ্যমন্ত্রী জরুরী পরিষেবা নিয়ে রাতে বিমানে পৌঁছেছিলেন বাগডোগরা এয়ারপোর্ট। এবার ঠিক একই ঘটনা ঘটলো, ঝড় বৃষ্টির কারণে আজ সকাল পর্যন্ত ময়নাগুড়ির রাস্তা গুলোকে পরিষ্কার করা সম্ভব হয়নি। বলা হয়েছে একটা দিন লাগবে। তবে স্কুল আপাতত একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে ময়নাগুড়ি জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন ওখানকার স্থানীয় মানুষ।

About Author

Advertisement