জেলা ভিত্তিক লোক শিল্পীদের সম্মেলন

IMG-20250827-WA0131

জেলা ভিত্তিক লোক শিল্পীদের সম্মেলন আয়োজিত হল বুধবার। এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেনমানিকচক বিধানসভার বিদায়িকা সাবিত্রী মিত্র, উদ্বাস্তু দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার,জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অভিজিৎ বিশ্বাস সহ লোকশিল্পীরা।জেলার সমস্ত লোকশিল্পীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সরকারি সমস্ত সচেতনতামূলক কর্মসূচি নিয়ে সম্মেলনে আলোচনা হবে। আরও নানা কর্মসূচিতে লোকশিল্পীদের ব্যবহার করার চিন্তাভাবনা করা হচ্ছে।

About Author

Advertisement