জালনোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা

IMG-20250731-WA0045

মালদা: এবারে জালনোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা। প্রায় চার লক্ষ টাকার জাল নোট সহ দুই মহিলাকে গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। জানা গেছে ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি, বাড়ি বৈষ্ণব নগর থানা এলাকায় এবং জেসমিন খাতুন বাড়ি মোথাবাড়ি থানা এলাকায়। গতকাল রাত্রে গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি এবং কালিয়াচক থানার পুলিশ দুলাল টোলা এলাকায় অভিযান চালিয়ে জালনোট সহ এই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তবে এই দুই মহিলা কোথা থেকে জালনোট গুলি নিয়ে এসেছিল কোথায় পাচার করছিল তা জানা যায়নি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই দুই মহিলাকে জিজ্ঞাসা বাদ করে এই পাচার চক্রে আরও চারজনকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে।

About Author

Advertisement