জন বারলার বাড়িতে হাজির সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং

IMG-20250511-WA0199

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়িতে হাজির সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এছাড়াও দার্জিলিংয়ের বিধায়ক সহ বিজেপির এক ঝাঁক সাংসদ বিধায়ক উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। যদিও এদিন কোন রাজনৈতিক কর্মসূচি কিংবা বৈঠক ছিল না। গত মাসের ২৩ তারিখ কিডনি সংক্রান্ত সমস্যায় পরলোক গমন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। এদিন ওনার স্মরণ সভা ছিল। সেখানেই শ্রদ্ধার্গ জানাতে সকলে উপস্থিত ছিল বলে জানা গেছে। গত লোকসভা নির্বাচনের সময় থেকে সম্পর্কে অবনতি হয়েছে বর্তমান সাংসদ মনোজ টিগ্গা ও প্রাক্তন সাংসদ জন বার্লার। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বর্তমান সাংসদকে উপস্থিত থাকতে দেখা গেছে। দলের থেকে দূরত্ব বাড়লেও এদিন বিজেপির এক ঝাঁক বিধায়ক সাংসদকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আসতে দেখা যায়। বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, ওনার স্ত্রী সংক্রান্ত সমস্যায় প্রয়াত হয়েছেন। উনি সাধ্যমত চেষ্টা করেছিলেন স্ত্রীকে সুস্থ করার তবে পারেননি।

এই অবস্থায় আমরা উনার পাশে রয়েছি। রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলেই উনার পাশে দাঁড়িয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন আজকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সকলে এসেছিলেন। উনারা সবাই আমার বন্ধু। এইরকম সময়ে প্রিয়জনরা পাশে থাকলে মন অনেক শান্তি পায়। এছাড়া এদিন জন বারলার বাড়িতে উপস্থিত হন, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, কালচিনির বিধায়ক বিশাল লামা, দার্জিলিং বিধায়ক নীরজ জিম্বা, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও সহ স্থানীয় নেতৃত্ব।

About Author

Advertisement