জনসংযোগে বিধায়ক শংকর ঘোষ

IMG-20250428-WA0224

শিলিগুড়ি: মেঘলা আকাশে বৃষ্টির মধ্য বেরিয়ে পড়লেন শিলিগুড়ির বিধায়ক। কথা বললেন বিভিন্ন মানুষের সাথে। কথা বললেন পথ চলতি মানুষের সাথেও। বিধায়ক নিজে জানালেন আজকের দিনে মানুষের সাথে কথা বলতে পারা এবং মানুষের হয়ে কাজ করাটাও একটা বিশাল সৌভাগ্য। মানুষের পাশে থাকতে আমি অনেকদিন ধরেই চেষ্টা করি। হয়তো ব্যক্তিগতভাবে অনেক সময় সব কিছু করে উঠতে পারিনা তবুও আমি চেষ্টা করে চলি। এদিন বিধায়কের সাথে একই সাথে মানুষের কাছাকাছি গিয়ে মানুষের মধ্য কথা বলা একটু বেশি ভালোবাসি। মানুষের সুবিধা অসুবিধা কথা জানতে পারলে তাদের জন্য অনেকটা কাজ করতে পারা যায়। এই যুগে মানুষ বিশ্বাস করে ভোটের বাক্সে আমাকে জয়ী করেছেন। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকেই যায় মানুষের জন্য কাজ করে যাওয়া। মানুষের পাশে এবং মানুষের সাথে থাকতে পারলে একটা আলাদা অনুভূতি লাগে। যেটা ছোটবেলা থেকেই আমরা করে আছি। ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের জন্য এবং মানুষের জন্য খাটতে এবং দৌড়াদৌড়ি করতে পছন্দ করেন। তাই আজকে ঘুরে গেলাম। জানালেন বিধায়ক শংকর ঘোষ।

About Author

Advertisement