চোরাই মোবাইল সহ তিন কারবারীকে গ্রেপ্তার

IMG-20250421-WA0266

পাচারের আগেই চোরাই মোবাইল সহ তিন কারবারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মাজাহিদ শেখ (২১), গোলাম মোস্তাফা (১৯) এবং উত্তম কুমার (৪৪)। গোলামের বাড়ি কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। মাজাহিদ ও উত্তমের বাড়ি বিহারের সুলতানগঞ্জ ও সন্দলপুরে। শনিবার সকালে মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে তিন ব্যক্তিকে ঘুরতে দেখে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৫টি মোবাইল ফোন। সমস্ত ফোনগুলি লক করা অবস্থায় ছিল। কোনও ফোনে সিমকার্ড ছিল না। জেরায় ধৃতরা জানায়, বিভিন্ন চলন্ত ট্রেন থেকে তারা মোবাইলগুলি চুরি করেছে। তারা কালিয়াচকে বিক্রির উদ্দেশ্যে মোবাইলগুলি নিয়ে যাচ্ছিল।

About Author

Advertisement