চোট পেয়ে অনিশ্চিত হেনরি

IMG-20250306-WA0237

দুবাই: আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে রোহিত শর্মার দল সুবিধা পেয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে খেলার সময় চোট পেয়েছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি। রবিবার তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে বিপজ্জনক ভাবে পড়ে যান। ক্যাচটি সফল ভাবে ধরলেও চোট এড়াতে পারেননি হেনরি। মাঠেই ছটফট করতে থাকেন। ফিজ়িয়ো এসে চিকিৎসা করার সময়ও বেশ অস্বস্তিতে দেখাচ্ছিল তাঁকে। এক সময় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের বদলে মাত্র সাত ওভার বল করেছেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের পর হেনরির সম্পর্কে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, “ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।”

About Author

Advertisement