চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশন ও প্রতিবাদ

IMG-20250419-WA0247

শিলিগুড়ি/মালদা: আমরা যোগ্য, তবুও আমাদের কাছে চাকরি নেই। আমাদের কাছে চাকরি নেই, আমাদের আমাদের চাকরি ফিরিয়ে দিন। আজকে এই দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করলেন, যোগ্য চাকুরি প্রার্থী শিক্ষকেরা। শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এই মিছিল শুরু হয়, শিক্ষকেরা দাবি করেন তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। তাদের পরিবার তাদের উপর নির্ভরশীল, শুধু তাই নয়, সমাজের অনেক কিছুই তাদের উপর নির্ভরশীল। এই অন্যায় মেনে নেওয়া যায় না, আমাদের কাছে এটা বিনা মেঘে বজ্রপাতের মত, আমরা স্থির করতে পারছি না আমরা কি করব। আমাদের আমাদের চাকরি ফিরিয়ে দিন। আমাদের সন্তান আছে, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা যোগ্যতায় চাকরি পেয়েছি। চাকরি হারা শিক্ষকদের দাবি, এই অন্যায় তারা সহ্য করতে পারছেন না তাই তাদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিক সরকার। চাকরি হারা শিক্ষকদের পাশে এদিন দাঁড়াতে দেখা গেল বহু সাধারণ মানুষকেও। চাকরিহারা শিক্ষকরা জানালেন অবিলম্বে যাদের চাকরি যদি ফিরিয়ে দাওয়া না হয় এর উপরে তারা আরো আন্দোলন বড় করে নামবেন। প্রার্থীরা অভিযোগ করেছেন তাদের সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া হোক তাদের। জানালেন শিক্ষকেরা।
একইসঙ্গে চাকরি হারা যোগ্য শিক্ষকরা অনশনে বসলেন। শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন. তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত. সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমুল প্রান্ত থেকে আসা চাকরি-হারা যোগ্য শিক্ষকেরা। তাদের মূল দাবিগুলো হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের ওপরে লাঠিচার্জ এবং লাথি মারা পুলিশের তার বিরুদ্ধেও আন্দোলন।

About Author

Advertisement