ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে হার গুজরাতের

IMG-20250326-WA0009

আইপিএল-এ দারুণ শুরু করল পাঞ্জাব কিংস। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে ১১ রানে হারিয়ে সূচনা করল শ্রেয়স আইয়ারের দল। টস জিতে এদিন পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রান তোলে পাঞ্জাব। জবাবে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত ৫ উইকেটে ২৩২ রানেই থেমে যায়। দামি ক্যাপ্টেন ঋষভ পন্থ আগের দিন হতাশ করেছিলেন। স্বাভাবিক ভাবেই চাপ ছিল শ্রেয়স আইয়ারের উপরও। তাঁকেও প্রায় ২৭ কোটিতে নিয়েছে পঞ্জাব কিংস। ব্যাট হাতে অপরাজিত ৯৭ রানের ইনিংস। ক্যাপ্টেন্সিতেও ভরসা দিলেন গত বার কেকেআর-কে ট্রফি দেওয়া শ্রেয়স আইয়ার। ২৪৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাতের হয়ে শুরুটা ভালই করেন শুভমন (১৪ বলে ৩৩) ও সাই সুদর্শন (৪১ বলে ৭৪)। এদিন শ্রেয়স আইপিএলে তাঁর প্রথম শতরান করে ফেলতে পারতেন। কিন্তু সেটা সম্ভব হল না শুধুমাত্র শশাঙ্ক সিংয়ের কারণে। গুরুত্বপূর্ণ সময়ে পাঞ্জাবের ইমপ্যাক্ট প্লেয়ার বিজয়কুমার বৈশাখ ও মার্কো জানসেনের দুর্দান্ত বোলিং গুজরাতের রানের গতি কমিয়ে দেয়। বল হাতে ব্যর্থ গুজরাতের বোলাররা, কেবল সাই কিশোর (৩০ রানে ৩ উইকেট) কিছুটা ভাল বল করেন। এই জয়ের ফলে পাঞ্জাব কিংস আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
শেষ ওভারে টাইটান্সের প্রয়োজন ছিল ২৭ রান। যদিও টি-টোয়েন্টি স্পেশালিস্ট অর্শদীপ সিংয়ের বোলিংয়ে তা তোলা সহজ ছিল না। রিঙ্কু সিং হয়ে উঠতে হত শেরফান রাদারফোর্ডকে। নন স্ট্রাইকার রাহুল তেওয়াটিয়া ক্রিজের বাইরে থাকায় রান আউট। যোগ দেন শাহরুখ খান। রাদারফোর্ডের উইকেট নিয়ে কার্যত জয় নিশ্চিত করেন। শেষ বলে ছয় মেরে হারের ব্যবধান কিছুটা কমান শাহরুখ খান।

About Author

Advertisement