গিলের ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি

IMG-20250522-WA0227

লন্ডন: আইপিএলে তাঁর নেতৃত্বে গুজরাত টাইটান্স প্লে-অফে উঠে গিয়েছে। ট্রফি জেতারও দাবিদার। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজও মাথায় রয়েছে শুভমন গিলের। সে জন্য আইপিএলের মাঝেই চুপি চুপি সেই সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি গুজরাতের অনুশীলনে শুভমনকে লাল বলে ব্যাট করতে দেখা গিয়েছে। সীমিত ওভারের ক্রিকেট হয় সাদা বলে। তাই শুভমনের লাল বলে অনুশীলন দেখে মনে করা হচ্ছে, ইংল্যান্ড সিরিজ এখন থেকেই তাঁর মাথায় ঘুরতে শুরু করে দিয়েছে। ইংল্যান্ড সিরিজে শুভমনের কাঁধে গুরুদায়িত্ব আসতে পারে। তাঁকে টেস্টে অধিনায়ক করা হতে পারে। আগামী শনিবার ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। সেখানেই হয়তো শুভমনের নাম নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হবে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতের ‘এ’ দল দু’টি বেসরকারি টেস্ট খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচের আগে ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা শুভমন এবং গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ সাই সুদর্শনের।

About Author

Advertisement