খালিস্তান সমস্যা নিয়ে রাজনাথ-গ্যাবার্ড বৈঠক

IMG-20250317-WA0190

নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন এসএফজের প্রধান গুরপতবন্ত সিংহ পন্নুনকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত বছর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তলব করেছিল আমেরিকার আদালত। সোমবার দিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে রাজনাথ-গ্যাবার্ড একটি বৈঠক হল। তুলসি গ্যাবার্ড প্রায় আড়াই দিন ভারতে থাকবেন। রাজনাথের সঙ্গে সাক্ষাতের সময় তুলসি পাকিস্তান ও বাংলাদেশে বাড়তে থাকা ইসলামি মৌলবাদ ও জঙ্গিপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজনাথ তুলসিকে আমেরিকা-কানাডায় সক্রিয় খলিস্তানপন্থীদের কার্যকলাপে লাগাম টানার অনুরোধ জানান। খলিস্তান প্রসঙ্গের পাশাপাশি, ডোভাল এবং রাজনাথের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সরকারের গোয়েন্দাপ্রধানের বৈঠকে অবৈধ অভিবাসন, মাদক বিরোধিতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা, যৌনশোষণ রোধ, মানবপাচার, সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলি এসেছে বলে সরকারি সূত্রের খবর।
দিল্লিতে পৌঁছে রাজনাথের আগে গ্যাবার্ড বৈঠক করেন ডোভালের সঙ্গে।

About Author

Advertisement