ক্রিকেট খেলতে গিয়ে পেটে ঢুকে গেল উইকেট

IMG-20250726-WA0077

জলপাইগুড়ি : বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিলে, কোন সময় চরম অসতর্ক হয়ে পড়ে গিয়েছিলেন উইকেট এর উপরে। সেই উইকেটের কিছু অংশ ঢুকে গেল তার পেতে, কিছুটা দূরে লিভার এবং কিডনির থেকে। ওই অবস্থায় তাকে তার পরিবারের মানুষজন, এবং তার খেলার বন্ধুরা দিয়ে চলে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এ। সেখানে ৫ ঘন্টা অপারেশনের পর আপাতত বিপদ মুক্ত অমিত। ডাক্তারেরা জানিয়েছেন আপাতত ভয়ের কোন কারণ নেই, ভাঙ্গা উইকেটের যেটুকু অংশ পেটের মধ্যে ঢুকে গিয়েছিল পুরোটাই বের করে দেওয়া গেছে, তবে সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন ডাক্তারেরা। তবে অমিতের বাবা মা জানিয়েছেন ছেলে যে সুস্থ হয়ে ফিরে আসলো এটাই অনেক ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানালেন অমিতের বাবা অশোক সাহা। পিনিক অমিতের বন্ধুদেরও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়েছেন এই বিপদে তারা ভয় পেয়ে বন্ধুকে ফেলে পালিয়ে যায়নি। তবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এই অনন্য নজির এ প্রশংসায় পঞ্চমুখ জলপাইগুড়ির মানুষ। তারা জানিয়েছেন যে অবস্থা হয়েছিল, তাতে বাইরে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় ছিল না। ডাক্তারেরা দ্রুততার সাথে যেভাবে এই অপারেশন করে ফেললেন এবং সফল হলেন তাতে তো সাধুবাদ দিতেই হয়।

About Author

Advertisement