ক্যানিং হাসপাতালে বসল ৭৪ সিসি ক্যামেরা

easy-installation-and-maintenance-cctv-camera-security-surveillance-system--073

দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী আরও ৭৪টি সিসিটিভি ক্যামেরা বসল ক্যানিং মহকুমা হাসপাতালে। হাসপাতালের মূল ভবন, মাতৃমা বিভাগ ও রাস্তা সহ গোটা হাসপাতাল চত্বর ।কার্যত এই সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হল দীর্ঘদিন ধরেই হাসপাতালের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্য ভবনের কাছে আবেদন জানানো হয়েছিল সিসিটিভি ক্যামেরার। অবশেষে সেই আবেদন মঞ্জুর হয়েছে। এতে হাসপাতালের সকলের নিরাপত্তাই অনেকটা বাড়বে। রাত্রিসাথী প্রকল্পের মাধ্যমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও মাতৃমাতে ৭৪টি সিসিক্যামেরা বসানো হল। এই দুই হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে সেগুলি বসানো হয়েছে। এর ফলে গোটা চত্বরেই নজরদারি চালানো যাবে। হাসপাতাল সুপার পার্থসারথি কয়াল বলেন, এখানে প্রথমে ১৬টি, তারপর আরও কুড়িটি ক্যামেরা বসানো হয়েছিল।ফলে শুধু নিরাপত্তা যতটা জোর তার পাশাপাশি হাসপাতালে কোনরকম সামগ্রিক বা চিকিৎসা করাতে আসা চিকিৎসার পরিবারে গাড়ি চুরি গেলে এক নিমিষেই তা ধরে ফেলা যাবে। এই উদ্যোগে খুশি হাসপাতালে রোগীর পরিবারেরাও।রাজ্য সরকারের নয়া প্রকল্প অনুযায়ী ৭৪টি আরও ক্যামেরা দেওয়া হয়। সেটা ভাগ করে দুটি হাসপাতালে বসানো হয়েছে। দিনে বা রাতে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা ক্যামেরাবন্দি হয়ে যাবে বলেই আশা করছেন স্বাস্থ্য আধিকারিকরা।

About Author

Advertisement