ক্যাটরিনার জন্মদিনে আদুরে পোস্ট ভিকির

katrina_kaif_vicky_kaushal_photo_1741230899514_1741230916802

২০২১ সালে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বৈবাহিক জীবনের সূচনা হয়েছিল। দীর্ঘ ৪ বছরে সুখে দুঃখে একে অপরকে আগলে রেখেছেন এই তারকা দম্পতি। স্ত্রীর ৪২তম জন্মদিনে আদরে মাখা একটি পোস্ট করতে দেখা গেল ভিকি কৌশলকে। ভিকি ক্যাটরিনার মোট ৪টি ছবি পোস্ট করেছেন যার মধ্যে প্রথম ছবিটা দেখা যাচ্ছে দরজা খুলে উঁকি মারছেন ক্যাটরিনা। বেশ মজাদার মুখ করে রেখেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি টপ এবং নীল রঙের প্যান্ট পরে রয়েছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে ভিকিকে। ক্যাটরিনা পরে রয়েছেন একটি চেক চেক শার্ট ও ভিকির পরনে একটি সবুজ রঙের জামা। এই ছবিটি মূলত একটি সেলফি, যেটি নায়িকা নিজের মুঠোফোনে নিয়েছেন।

About Author

Advertisement