কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা মুখ্যমন্ত্রীর

IMG-20251006-WA0138

কোচবিহার: আগামী ৯ ডিসেম্বর কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন সকাল সাড়ে ১১ টায় কোচবিহার রাসমেলা ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীর সভাকে সফল করে তুলতে ইতিমধ্যে দলীয় স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা নেতৃত্ব। এদিকে কোচবিহারে পুরসভার চেয়ারম্যানের রদবদল নিয়ে দলীয় স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব যখন প্রকাশ্যে ঠিক সেই সময় কোচবিহারে মুখ্যমন্ত্রী এই সফর বিশেষ বার্তা বহন করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল সূত্রে অবশ্য জানা গিয়েছে, দলের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ নেই। মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আলোচনার মধ্যে দিয়ে আগামী নির্বাচনে রণকৌশল ঠিক হবে সকলকে নিয়ে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি আসনেই জয়ী হবে তৃণমূলের প্রার্থীরা। এদিকে বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, এবারের বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়টি আসনে বিজেপি প্রার্থীদের জয় শুধু সময়ের অপেক্ষা। দুর্নীতিতে ভরে যাওয়া তৃণমূল এখন চেষ্টা করছে মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করার। এবারের ভোট বক্সে তৃণমূলের দুর্নীতির বহিঃপ্রকাশ ঘটবে। সেই সময়ের অপেক্ষায় রয়েছে বাংলার মানুষ। এদিকে রবিবার দলের কোচবিহার জেলা কার্যালয় সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের কথা জানান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সোমবার দলের জেলা কার্যালয়ে জেলার বিভিন্ন ব্লক অঞ্চল এবং নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভার ডাক দিয়েছে জেলা নেতৃত্ব। পাশাপাশি মঙ্গলবার বিকালে রবীন্দ্রভবনে দলের জেলা পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে জেলার মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, বিধায়করা ছাড়াও দলের বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, সহ সহ-সভাপতিরা, শাখা সংগঠনের সভাপতি সহ-সভাপতিরা উপস্থিত থাকবেন। এরপর জেলার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সভা করে তার প্রস্তুতি না হবে। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয়ের পর তিনি অল্প সময়ের জন্য কোচবিহারে এসেছিলেন। এবার আমরা একটা বড় কর্মসূচি করার সুযোগ পেয়েছি। এসআইআর এর আবহে যেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে আছে মানুষকে কৃত্রিম আকারে আতঙ্কিত করে দিয়েছে কেন্দ্রের বিজেপি দল এবং কেন্দ্রের বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। সেই সময় মুখ্যমন্ত্রীর কোচবিহারের রাসমেলা এই সভায় তার বক্তব্য শুনতে লক্ষাধিক মানুষের জমায়েত হবে।

About Author

Advertisement