কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য , ডুয়ার্সে আনন্দে আত্মহারা পর্যটকরা

IMG-20251215-WA0030

বানারহাট: শীতের সকালে এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকল ডুয়ার্স। জলপাইগুড়ি জেলার বানারহাট নাগরাকাটা ও ধূপগুড়ি এলাকা থেকে স্পষ্টভাবে দেখা মিলল ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। এই বিরল দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও। সকালের আলো ফুটতেই বহু মানুষ নিজের মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। শুধু স্থানীয় মানুষই নন দার্জিলিং কুচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ভ্রমণে আসা পর্যটকরাও হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত।রবিবার সকালে এমন স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তা অনেকেই কল্পনা করতে পারেননি। সকাল হতেই পাহাড়ের তুষারশুভ্র চূড়া চোখে পড়ায় আনন্দে ভরে ওঠে গোটা এলাকা। এদিন জলপাইগুড়ি জেলার তাপমাত্রা ছিল প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। মনোরম আবহাওয়ার মাঝেই ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার এই দর্শন ডুয়ার্সবাসীর কাছে যেন এক বিশেষ উপহার।

About Author

Advertisement