কসবা কান্ড নিয়ে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ

IMG-20250630-WA0082

শিলিগুড়ি: শিলিগুড়িতে আজ বিশাল মিছিল নিয়ে বিক্ষোভ করল বিজেপি। আজ শিলিগুড়ির ভেনাস মোড় থেকে বিজেপি বিক্ষোভ মিছিল শুরু করে বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির গোটা শিলিগুড়ির নেতৃত্ব। বৃষ্টির মধ্যেও বিজেপির মিছিল এদিন অধিকাংশ জায়গায় গিয়ে প্রতিবাদ জানয়। এবং বিজেপির অন্যতম নেতা নান্টু পাল জানান এই কান্ড আমাদের গোটা রাজ্যের জন্য এক লজ্জা। কোনভাবেই তৃণমূলের নেতারা কোন দায় এড়াতে পারে না। এই ঘটনা আমাদের সবাইকে চরম লজ্জিত করেছে। বিজেপির মহিলা মোর্চার শীর্ষ নেতা মাধবী মুখার্জি জানান কসবার ঘটনা গোটা বাংলা এবং তার আশেপাশের রাজ্যগুলিকে লজ্জিত করেছে। আমরা সকলে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এই ঘটনা আমাদের সবাইকে গতবছর এর কথা মনে করিয়ে দেয়। যতক্ষন না পর্যন্ত অপরাধী ধরা পড়ছে আমরা আন্দোলন করে যাব।

About Author

Advertisement