কলকাতায় অ্যাসিড সারভাইভার লক্ষ্মী আগরওয়াল শোনালেন কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর জীবনগাথা

IMG-20250425-WA0172

অ্যাসিডে আক্রান্ত হলে শুধু আক্রান্ত মহিলা বা ব্যক্তি নয়, তার পরিবারকেও একটা দীর্ঘ ট্রমা এবং সামাজিক বয়কটের মধ্যে দিয়ে কাটাতে হয়।
কলকাতায় এক আলোচনা সভায় এসিড আক্রান্ত দিল্লির লক্ষ্মী আগরওয়াল তুলে ধরলেন তার অ্যাসিডে আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপর কিভাবে সামাজিক বয়কটের মধ্যে দিয়ে তাকে বছরের পর বছর কাটাতে হয়েছে। সেখান থেকে নিজেকে সারভাইভ করে সু:স্থ জীবনে ফিরে অন্যান্য আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি, যাতে আর কাউকে তার মত ট্রমা বা যন্ত্রনার শিকার হতে না হয়। আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ন আয়োজন ও আয়কর বিভাগ রেভিনিউ অফিসার্স ওয়াইভস অ্যাসোসিয়েশন (Rowa)রোয়ার উদ্যোগে ‘বিয়ন্ড দা বার্ণ’ বিষয়ে এক আলোচনাসভায় লক্ষ্মী আগারওয়াল তুলে ধরলেন তার অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা থেকে লড়াই করে এখন অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর কাহিনী।
শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ায়ারপার্সন অর্চনা কুমার, আয়কর বিভাগের চিফ কমিশনার নিবেদিতা বিশ্বাস ও অন্যান্য আধিকারিকগন।
এদিনের অনুষ্ঠানে এ রাজ্যের অ্যাসিড আক্রান্ত মহিলারাও উপস্থিত ছিলেন।
তাদের সামনে লক্ষী জানান,কোনভাবে ভেঙে পড়লে হবে না। মানসিক শক্তি নিয়ে লড়াই করে যেতে হবে।

About Author

Advertisement