করোনা আক্রান্ত ট্রাভিস হেড

IMG-20250519-WA0250

হায়দরাবাদ:‌ আইপিএলে করোনার থাবা। কোভিডে আক্রান্ত হায়দরাবাদ ওপেনার ট্রাভিস হেড। ফলে লখনউ ম্যাচ খেলতে পারবেন না তিনি। আইপিএল স্থগিত হওয়ায় দেশে ফিরে গিয়েছিলেন হেড। এরপরই করোনায় আক্রান্ত হন। সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়ে দিয়েছেন, সোমবারই ভারতে ফেরার কথা হেডের। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় লখনউ ম্যাচ খেলতে পারবে না হেড।প্রসঙ্গত, আইপিএলে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে গতবারের রানার্সরা। ১১ ম্যাচে পয়েন্ট মাত্র সাত। বাকি তিন ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আর নেই। রয়েছে আট নম্বরে। এটা ঘটনা শুধু লখনউ ম্যাচ নয় আইপিএলে হায়দরাবাদের বাকি ম্যাচেও অংশ নেওয়া অনিশ্চিত হেডের।লখনউ ম্যাচের পর হায়দরাবাদ খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচ ২৩ মে চিন্নাস্বামীতে। এরপর ২৭ মে শেষ ম্যাচ দিল্লিতে কলকাতার বিরুদ্ধে।ভেট্টরি জানিয়েছেন, ‘হেড দলের সঙ্গে যোগ দিচ্ছে। কিন্তু ওর কোভিড হয়েছে। তাই দলের সঙ্গে যোগ দিতে দেরি হচ্ছে। ও যোগ দিলেই বাকিটা বলতে পারব।’যদিও এই মরসুমে প্রত্যাশিত ছন্দে নেই হেড। ১১ ম্যাচে করেছেন ২৮১ রান। যেখানে গতবার করেছিলেন ৫৬৭।

About Author

Advertisement